Saturday, September 17, 2016

কিছু নাই

অনেক ভেবে দেখলাম সত্তি মানুষ
অভ্যাসের দাস। যা অভ্যাস করবে তাতেই
পরিণত হবে। তুমি ১জনের সাথে টানা ৬মাস
১বছর কথা বলছ.... তোমার অভ্যাস। তুমি ভাবছ
আমি একে ভালবাসি। তোমার ভাল লাগে
না তার সাথে কথা না বললে। তোমার
অভ্যাস। এই অভ্যাসের নাম সকলে ভালবাসা
দেয়। আচ্ছা ১টু কল্পনা করে দেখি তো সত্তি
কি ভালবাসা এটা.. ???
আমার তো মনে হয় না। কারণ,,, যদি
ভালবাসা বলে কিছু থাকত তাহলে সেই
মানুষটা মারা গেলে ২-৪ বছর পর কিভাবে
তারা হাসতে শিখে যায়? কিভাবে তারা
তাকে ছাড়া বাঁচতে শিখে যায়? কি
ভাবে ১টা মানুষ এত ভাল থাকতে পারে?
যে কিনা কিছু দিন আগে তার ভালবাসার
মানুষটাকে না দেখলে কথা না বলে
১মিনিট পার করতে পারত না। সে কি ভাবে
সাধারণ ভাবে বাঁচতে শিখে যায়?
না। আসলে এগুলো ভালবাসা না। শুধুই অভ্যাস
যাকে আমাদের সমাজের মানুষ ভালবাসা
নাম দিয়েছে। শুধু ডাকবার জন্য বাসবার বলে
কিছু নাই...... !!